Home » Blog » কেয়ার অফ ব্যাচেলর রুম

কেয়ার অফ ব্যাচেলর রুম

কেয়ার অফ ব্যাচেলর রুম

দোসরহীন ঘর৷ কারও সঙ্গে ভাগাভাগির ঝঞ্ঝাট নেই৷ গোটাটাই নিজের জন্য- এই অজুহাতে তাকে ‘ভবঘুরে’ বানিয়ে রাখার চেষ্টাটাই বোকামি৷ সুতরাং যাবতীয় দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে সারা ঘরময় ছড়িয়ে রাখুন ‘নিজস্বতা’কে৷ যেমন-

  • ১. ঘরের আকার বড়ো, মেজো, ছোটো- যেমন-ই হোক একধার দিয়ে খাট পাতুন৷ এই ধরনের ঘরে ‘সিংগল কাস্টম বেড’ এক্কেবারে উপযুক্ত৷ মাথা আর পায়ের কাছে ড্র্যাগন মোটিফ আটকে দিন৷ বিছানায় স্ট্রাইপড বা চেকস বেডকভার পাতলে ভালো লাগবে৷ একরঙাও পাততে পারেন৷ তবে সেটা সাদা ঘেঁষা হওয়াই বাঞ্ছনীয়৷ ঘরের দাবিদার মালকিন হলে অবশ্য একাধিক অপশন রয়েছে৷ সেক্ষেত্রে ফ্লোরাল বা জিওমেট্রিক মোটিফের বেডকভার হইহই করে চলবে৷
  • Exposed_Brick_RoomExposed Brick Room
  • ২. পরের প্রশ্ন, ঘরের রং কী হবে? পুরুষালি ঘর হলে সাদা, বেজ বা বিস্কিট কালার করবেন৷ নরম গোলাপির আভা ছড়িয়ে পড়বে, ঘরখানা কোনও নারীর হলে৷ এছাড়া, অজস্র প্যাস্টেল শেড তো রয়েইছে৷ কিংবা একটা দেওয়ালে গাঢ় শেড করে বাকি তিনটে দেওয়াল হালকা রং করুন৷ ঘর এমনিতেই হাইলাইটেড হয়ে যাবে৷
  • ৩. জানালা-দরজায় পরদা টাঙানো মানেই পরিষ্কারের হ্যাপা৷ তার চেয়ে বরং কাচের শাটার বসিয়ে নিন৷ সপ্তাহে একবার কাগজ জলে ভিজিয়ে কাচের উপর বুলিয়ে নিলেই তকতকে৷ একান্তই বেআব্রু লাগলে গাঢ় রঙের প্লাস্টিক মেটিরিয়লের পরদা টাঙান৷ যা চটপট ধুতে পারবেন এবং শুকিয়েও যাবে তাড়াতাড়ি৷
  • ৪. এখন মেঝে আর সিলিং সিমেন্টের বদলে কাঠ দিয়ে বানানোর চল উঠেছে৷ আপনিও সেটাই করতে পারেন৷ মেঝেতে পুরু কার্পেট পেতে দিন৷ সিলিঙে রট আয়রনের ঝাড়বাতি৷
  • ৫. খাটের পাশে সাইড টেবল রাখতে ভুলবেন না৷ সেটা ড্রয়ার সিস্টেম হলে আরও ভালো৷ টেবলের উপর শেড সমেত ল্যাম্প তো রাখবেনই৷ রাত জেগে পড়ার জন্য৷ ঘর বড়ো হলে এবং ঘরের মাঝখানে খাট রাখলে তখন খাটের দু’পাশে দুটো সাইড টেবল এবং টেবল ল্যাম্প রাখলে মন্দ দেখাবে না৷ অনেক বই-কাগজও রাখতে পারবেন৷
  • ৬. ব্যাচেলর রুমেই সাধারণত বন্ধু-বন্ধুনির আড্ডাটা জমে ভালো৷ তাই কয়েকটা বিন ব্যাগ বা টানা বেঞ্চ স্টাইলের চেয়ার পাতুন৷ এমন চেয়ার পাতলে কুশন রাখতে ভুলবেন না৷
  • Male BedroomMale Bedroom
  • ৭. ঘরের একটা দেওয়াল খালি রাখুন কাবার্ড আটকানোর জন্য৷ তাতে জামা-কাপড় তো বটেই চাইলে জুতো রাখার জন্য আলাদা খোপও বানিয়ে নিতে পারেন৷ কাবার্ডে একটা বড়ো খোপ রাখুন যেখানে টিভি, ভিসিডি, সিডি রাখবেন৷
  • ৮. দেওয়ালে সবাই পেন্টিং টাঙায়৷ আপনি একটু আলাদা গোছের কিছু করুন৷ বাঘ, সিংহ, হরিণ বা মোষের স্টাফড মাথা টাঙিয়ে দিন (বন্যপ্রাণ আইন সামলে, নকল হলেও চলবে)। বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠ বা টেরাকোটার এই ধরনের কিছু মোটিফ আটকাতে পারেন৷ এবং এর বিপরীত দেওয়ালে গোলাকার ফ্রেমওয়ালা আয়না টাঙিয়ে দিতে পারেন৷ প্রতিবিম্ব পড়ে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে কয়েক গুণ৷
  • ৯. যাঁরা ঘর-দোর একটু ফাঁকা রাখতে পছন্দ করেন তাঁরা দেওয়াল জোড়া কাবার্ডের কথা ভুলে যান৷ এর বদলে দেওয়ালে এক বা একাধিক টানা র‍্যাক লাগিয়ে নিন৷ পাশে সাদা ফুলদানিতে হলুদ বা লাল একগোছা ফুল মনে করাবে…‘বসন্ত এসে গেছে’!

সূত্র: ব্যাচেলর রুমের ফ্যাশন ফান্ডা: উপালি মুখোপাধ্যায়

avatar

is a design firm which has been serving new horizons of interior design and architectural services. It's a professional interior design company and space planning firm recognized for innovation. Specialized in High End Residential and Commercial interior design services.

View all contributions by

E-mail: info@designassociates.ltd

Website: https://www.designassociates.ltd

Comments are closed.